ক্যাম্পাস

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে বদ্ধপরিকর হতে বললেন ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে বদ্ধপরিকর হতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের এ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মকর্তাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হবে। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আগমনে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এ আয়োজন অনেক গুরুত্ব বহন করে। আশারাখি আগামীতেও আপনারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন। 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান বলেন, কর্মকর্তা সমিতি হচ্ছে কর্মকর্তাদের আশ্রয় স্থল। এ সমিতি কর্মকর্তাদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের কাজের ধারা অব্যাহত রাখবে এ প্রত্যাশা করি।

কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উপলক্ষ্যে কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ হাসান মুকুট।