ক্যাম্পাস

সাত কলেজে ফল প্রকাশে দেরি, যা বললেন সমন্বয়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের ফলাফল দীর্ঘসময় পর প্রকাশ করা প্রসঙ্গে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে দীর্ঘসময় ব্যয় হয়। এ কারণেই রেজাল্ট প্রকাশ করতে সময় লেগে যায়। 

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ৩টার দিকে মুঠোফোনে তিনি রাইজিংবিডিকে এ তথ্য জানান।

ফলাফল অটো সমন্বয় হওয়ার কথা থাকলেও তা কেন হচ্ছে না?- এমন প্রশ্নে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জানান, সফটওয়্যার আপডেট করার কাজ শেষ হলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

এর আগে, এদিন বেলা ১২টার দিকে ঢাকা কলেজের সামনে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়কের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো- 

* ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। 

* তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া। 

* দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ব্যাখ্যা দেওয়া। 

* সর্বোচ্চ তিন মাসের (৯০ দিন) মধ্যে ফল প্রকাশ করতে হবে। 

* সাত কলেজের শিক্ষার্থীরা কার কাছে, কোথায় তাদের সমস্যা উপস্থাপন করবে- তা ঠিক করে দেওয়া। 

* একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। 

* শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।