ক্যাম্পাস

ছড়াবার্ষিকী: বাংলা ছড়াসাহিত্যের অনন্য সংযোজন 

সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছে বাংলা সাহিত্যের সর্ববৃহৎ ছড়া সংকলন ছড়াবার্ষিকী।

গত ৩১ জুলাই শিশু একাডেমি মিলনায়তনে কবি নির্মলেন্দু গুণ, মুহম্মদ নুরুল হুদা, অসীম সাহা, নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম, ছড়াকার আনজীর লিটন, আসলাম সানী, রাশেদ রউফ ও সুজন বড়ুয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছড়াকারদের উপস্থিতিতে মোড়ক উন্মোচিত হয়েছে ছড়াবার্ষিকীর। ৪৭৬ জন ছড়াকারের রঙবেরঙের এই ছড়া সমাহারে স্বাদে আপ্লুত হবে যে কেউ।

সংকলনের ঝকঝকে পাতায় নির্মলেন্দু গুণ লিখেছেন-  সকলেরই জানা থাকা ভালো এই তথ্য  ছড়াবড়া নয় কভু রোগীদের পথ্য তেলেভাজা ছড়াবড়া খুবই গুরুপাচ্য সুকুমার রায় নাই , তাই করে খাচ্ছ।

অসীম সাহা লিখেছেন-  আকাশে কি মেঘগুলো সাঁতরায় সাগরে কি ঢেউগুলো কাৎরায় চাঁদে বুড়ি সুতো কাটে চরকায়  দুধে বসে বিড়াল কি সর খায় মেঘ থেকে ছায়া পড়ে মেঘনায়  বৈঠা কি দিতে পারে বেগ নায়?

মুহম্মদ নুরুল হুদা লিখেছেন- হাজার নদীর একটি দেশ হাজার নদীর বাংলাদেশ। ........... নদীরে তুই ঘরে আয় হাট্টিমা ডিম পেড়ে যায়। 

লুৎফর রহমান রিটন লিখেছেন-  বেড়াল ছানা ফোন করেছে কুকুর ছানার মাকে তোমার ছেলে আমায় কেন ধরার তালে থাকে?

আসলাম সানী লিখেছেন- এখন আমি অনেক বড়  নইকো মোটে ক্ষুদ্র  এখন আমি নদী হয়ে  দেখব যে সমুদ্র। 

আখতারুল ইসলাম লিখেছেন-  ও ছড়া তুই চাস কী? পান্তা ভাত খাস কি?

রাশেদ রউফ লিখেছেন-  রাত থম থম, কেউ জেগে নেই পড়ার ঘরে একা পড়েই শুধু চলেছি নেই বাঁধন-সীমারেখা। 

এরকম সর্বমোট ৪৭৬টি ছড়া নিয়ে প্রকাশিত মামুন হোসাইনের প্রচ্ছদ ও অলংকরণে বাংলা সাহিত্যের সর্ববৃহৎ ছড়া সংকলন ছড়াবার্ষিকীর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, ছড়াকার আনজীর লিটন। সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ছড়াকার সুজন বড়ুয়া ও মিহির মুসাকী এবং সম্পাদনা সহযোগী ছিলেন ছড়াকার কামাল হোসাইন। উল্লেখ্য যে, ছড়াবার্ষিকীর উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন গুণীজন সেলিনা হোসেন ও লাকী ইনাম।

ভিন্ন ভিন্ন ছড়ার স্বাদভরা ছড়াবার্ষিকী সম্পাদনায় অংশ নেয়া শ্রদ্ধেয়গণ ছড়াগুলো আরও যাচাইবাছাই করে সূচিভুক্ত করলে ছড়ার ছন্দে ছন্দিত নন্দিত ছড়াবার্ষিকী আরও পূর্ণতা পেতো। সম্পাদকদের আশানুরূপ বৈচিত্র্যময় ছড়া না সংকলিত হওয়া ছড়াবার্ষিকী আমার ভাষায় সুকুমার রায় ছাড়া অপূর্ণ যেন। তবুও ছড়াবার্ষিকী বাংলা ছড়াসাহিত্যের ইতিহাসে সর্বাধিক ছড়া অনন্য ও উল্লেখযোগ্য সংযোজন। ছড়া থাকুক মানুষের হৃদয় থেকে পৃথিবীর আকাশ বাতাস পর্যন্ত বিস্তৃত, জয় হোক বাংলা ছড়ার।

লেখক: কবি ও শিশুসাহিত্যিক শিক্ষার্থী, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ।