ক্যাম্পাস

‘গণতন্ত্রের দাবিতে’ রাবি শিক্ষকের পদযাত্রা

‘দেশে গণতান্ত্রের দাবিতে’ পদযাত্রা কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ কয়েকজন শিক্ষক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। প্ল্যাকার্ড হাতে তারা নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টায় রাবি ক্যাম্পাসে গিয়ে এ কর্মসূচি শেষ করেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী ও রাবি শিক্ষার্থী আমানুল্লাহ আমান অংশ নেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমরা চাই না কোনো ধরনের সহিংসতা হোক। আমরা চাই, দেশে একটি ভালো গণতান্ত্রিক কাঠামো ফিরে আসুক। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু আজ নানান কারণে এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। দেশের শাসনতান্ত্রিক কাঠামো দিনে দিনে জটিল ও সহিংসতার দিকে যাচ্ছে। একজন সচেতন ও শিক্ষিত নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আন্দোলনে নামা ও মানুষকে সোচ্চার করা।’

তিনি বলেন, ‘আমাদের দেশে ভোটাধিকার নেই। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে দেখে, তাদের ভোট হয়ে গেছে। তাহলে দেশে কীভাবে গণতন্ত্র থাকতে পারে? এই অবস্থায় গণতন্ত্রের আহ্বানে আমরা ছোট্ট একটা কর্মসূচি পালন করেছি। আশা করছি, এটা সচেতন মহলের দৃষ্টিতে আসবে।’