বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি) নবীনদের বরণ করে নিতে আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী বিতর্ক উৎসব ‘বুটেক্সডিসি ওয়ান ডে ইন্ট্রা ডিবেট টুর্নামেন্ট’।
‘নতুন-পুরোনো মিলেমিশে এক হয়ে, আসো বিতর্কের আসরে, জ্ঞানের উৎসব করে, নতুনের উদ্যমে আর পুরানোর অভিজ্ঞতায়; কথা নয় যুক্তি-তর্কের আবেগে সত্যকে ছিনিয়ে আনতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম ব্যাচের বিতার্কিক এবং নবীনতম ৪৮তম ব্যাচের উদ্যমী বিতার্কিকদের নিয়ে আগামী ৬ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে বুটেক্সডিসির ঐতিহ্যবাহী এই আয়োজন।
এই বিতর্কে অংশগ্রহণ করবে বুটেক্সের ৪৭ ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম ট্যাব রাউন্ডে স্কোরের ওপর ভিত্তি করে নির্বাচিত দলসমূহ নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বিজয়ীদের নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে বিজয়ীদের নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পুরো আয়োজনটিই হতে যাচ্ছে ৬ অক্টোবর শুক্রবার দিনব্যাপী।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/2W34mWTaegL8crUG8।