ক্যাম্পাস

অবরোধের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দেওয়া দুই দিনের অবরোধের বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং সেক্রেটারি আসাদুল্লাহ হিল গালিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা গাড়ির চাকা ঘুরবে, ক্লাস পরীক্ষা চলবে, আয় বিএনপি দেখে যা রাজপথে তোর বাপেরা, আজকের অবরোধ মানি না মানব না প্রভৃতি স্লোগান দেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বিএনপি জামায়াতের দেওয়া অবরোধের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা এ অবরোধ মানি না। ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা যথানিয়মে চলবে।