ক্যাম্পাস

আন্দোলনে নিহত শিক্ষার্থী ফরহাদ স্মরণে চবিতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ‘চবিয়ান দ্বীনি পরিবার’র উদ্যোগে তার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিহত ফরহাদ চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত হন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। শহিদ ফরহাদ ভাই জীবিত থাকলে আজ চবিয়ান দ্বীনি পরিবারের প্রোগ্রামে শরীক হতে পারতেন। অনেক কষ্ট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। মন থেকে ভাইয়ের জন্য দোয়া করবো।

ফরহাদের সহপাঠী রিয়াদ আহমেদ বলেন, সে মেধাবী ও নম্র ছেলে ছিল। প্রথমবর্ষে ওর সিজিপিএ ৩.৬৭ ছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তার রক্ত আমরা বৃথা যেতে দিব না।

চবি ক্যাম্পাস সংলগ্ন তাহমিদুল উম্মাহ মাদ্রাসার পরিচালক মো. মাহদি হাসান দোয়া পরিচালনা করেন। এ সময় শহিদ ফরহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সব শহিদের রূহের মাগফিরাত কামনা করা হয়।