ক্যাম্পাস

দ্রোহে জাগরুক জাহাঙ্গীরনগর

রাজধানী থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমে ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শ্যামল পরিবেশ ও জীববৈচিত্রে ঋদ্ধ এ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য যেমন তুলনাহীন, তেমনি নানা ঘটনা ও আন্দোলন-সংগ্রামে আলোচনার কেন্দ্রে থাকে জাবি। ২০২৪ সাল ছিল জাবির ইতিহাসের অন্যতম উত্তাল একটি বছর।

ক্লাসের দাবিতে ক্লাস বর্জন ভর্তির সাত মাসেও সশরীরে ক্লাস শুরু না হওয়ায় গত ১৬ জানুয়ারি সশরীরে ক্লাস শুরু করার দাবিতে বিভিন্ন অনুষদের ২২টি বিভাগের প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। এর প্রেক্ষিতে এ ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ৩১ জানুয়ারি হলে আবাসিকতা প্রদান ও ১ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও হল কমিটি না দেওয়া ও পার্শ্বর্বর্তী এলাকার জমি দখলের অভিযোগে গত ২৩ জানুয়ারি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ ঘোষণা দেয় একই সংগঠনের নেতাকর্মীদের একাংশ।

ধর্ষণের ঘটনায় উত্তাল জাবি গত ৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে বহিরাগত এক ব্যক্তিকে আটকে রেখে হল সংলগ্ন বনাঞ্চলে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিচার চেয়ে লাগাতার প্রতিবাদী কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দায়িত্ব অবহেলার অভিযোগে আন্দোলনের মুখে গত ১৮ মার্চ প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে দুই শিক্ষার্থী বহিষ্কার গত ৭ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের উত্তর পাশের দেয়ালে মুরাদ চত্ত্বরের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে জাবি ছাত্র ইউনিয়নের একাংশ সেখানে প্রতিবাদী গ্রাফিতি আঁকে। এ ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে ১৫ ফ্রেব্রুয়ারি দুপুর থেকে টানা চারদিন অনশনে বসেন ছাত্রলীগের দুই নেতা।

পরে গত ২০ ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাংশের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্যকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের  তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করে। অন্যদিকে, বহিষ্কারের আদেশ বাতিলের দাবিতে মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

যৌন নিপীড়নের দায়ে শিক্ষক বহিষ্কার যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিচারসহ পাঁচ দফা দাবিতে সিন্ডিকেট ভবনের সামনে অবস্থান নেন।  শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে গত ২০ ফেব্রুয়ারি এক বিশেষ সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নৈতিক অসচ্চরিত্রতার দায়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পেট্রোল বোমা বিস্ফোরণ গত ৫ মার্চ রাত সাড়ে ৯টা থেকে শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা শাখা এবং আশুলিয়া ও সাভার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাছ কেটে ভবন নির্মাণ গত ১০ মার্চ মাস্টারপ্ল্যান প্রণয়ণ না করে অপরিকল্পিতভাবে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এর প্রতিবাদে ভিত্তিপ্রস্তর স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে দেন শিক্ষার্থীরা। পরে গত ২ জুন ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পেছনের অংশে কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবন এবং আল-বেরুনী হলের সম্প্রসারিত ভবনের সামনে চারুকলা অনুষদের ভবন নির্মাণ কাজের জন্য দুই শতাধিক গাছ কেটে ফেলা ও জলাশয় ভরাটের প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের ঘুমন্ত ছবি ভাইরাল অফিস চলাকালে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কানিজ সায়েমার ঘুমন্ত অবস্থার একাধিক ছবি গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে তার বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চারদিন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে গিয়ে চারদিনই তাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছেন।

কোটা পুনর্বহালের প্রতিবাদে লাগাতার কর্মসূচি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় ঘোষণা করেন। এ রায়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধেরর মাধ্যমে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, কারফ্যিউ উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে, শহীদ ছাত্র-জনতার স্মৃতি স্মরণে‘শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপন, মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, প্রতিবাদী গানের মিছিল, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

১৪ জুলাই রাত সাড়ে ১১টায় ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’- স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেন।

পরদিন ১৫ জুলাই সন্ধ্যায় কোটা আন্দোলনকারীদের মিছিলে সন্ধ্যায় হামলা করে ছাত্রলীগ। এ হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থীর আহত হন। এ হামলার বিচার দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান নেয়া আন্দোলনকারীদের ওপর রাত সাড়ে ১২টায় পুলিশ ও ছাত্রলীগ হামলা করে। এরপর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী হল থেকে লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অবরুদ্ধ শিক্ষার্থীদের মুক্ত করেন। এ ঘটনায় আন্দোলনকারী-পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।

১৭ জুলাই প্রশাসন হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন। পরে বিকেলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, ছররা গুলি নিক্ষেপ শুরু করে। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন।

এক পর্যায়ে দেশব্যাপী ছাত্র আন্দোলন অনেকটাই ঝিমিয়ে পড়ে। তবে শত নির্যাতনেও হাল ধরে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।

প্রধানমন্ত্রীর ছবি অপসারণ করে আলোচনায় জাবি শিক্ষক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন ও আটকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে গত ১ আগস্ট বিকেলে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। এ ঘটনায় তিনি আওয়ামীপন্থী শিক্ষকদের চরম চাপের মুখে পড়েন। তবে শত চাপ ও সমালোচনাও তিনি অনঢ় ছিলেন।

পদত্যাগের হিড়িক ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে একে একে পদত্যাগ করেন আওয়ামীপন্থী শিক্ষকরা। ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ পদ থেকে অধ্যাপক আলমগীর কবির, ৭ আগস্ট উপাচার্য অধ্যাপক নুরুল আলম, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান এবং ১০ আগস্ট মীর মোশাররফ হোসনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম পদত্যাগ করেন।

১১ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, শহিদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজউদ্দীন শিকদার পদত্যাগ করেন।

সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যা ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার জেরে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দেন একদল শিক্ষার্থী। পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানেও দফায় দফায় মারধরের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শাখা ছাত্রদলের চার নেতাকর্মী, একজন সমন্বয়কসহ আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একযোগে ১৭ সমন্বয়কের পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক গত ৩ অক্টোবর একযোগে পদত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠন ঘোষণা করেন তারা। এছাড়া ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’, ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চ’, ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ ইত্যাদি প্লাটফর্ম গঠিত হয়।

৩৫ বছর পর শিবিরের আত্মপ্রকাশ গত ২৯ অক্টোবর রাত ১১ টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেইজ থেকে ক্যাম্পাসে সুস্থধারার অংশগ্রহণমূলক রাজনীতির দাবিতে দেওয়া বিবৃতির মাধ্যমে প্রায় ৩৫ বছর পর প্রকাশ্যে আসে জাবি শাখা ছাত্রশিবির। এর চারদিন পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় সংস্কারে ৪১ দফা প্রস্তাবনা দেয় শাখা ছাত্রশিবির।

ইনস্টিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ বিভাগের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১০ নভেম্বর বিকেলে আয়োজিত সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের নাম থেকে বঙ্গবন্ধুর নাম কর্তনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে দুই শিক্ষার্থীর মৃত্যু গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে একজন শিক্ষার্থী নিহত হন। নিহত রাচি মার্কেটিং বিভাগের ৫৩ তম ব্যাচের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী ছিলেন। এছাড়া গত ১৫ ডিসেম্বর আনুমানিক ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষ থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রী সহপাঠীর সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন।

উপাচার্য ও নাতি-নাতনি কোটা বাতিল স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও উপাচার্য কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষা-গবেষণায় দেশসেরা গেল এপ্রিলে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে যৌথভাবে সেরা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া গত ৯ অক্টোবর টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে জাবি।