ক্যাম্পাস

টিএইচই সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যশোর বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৫’ এ শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্স উভয় বিষয়েই দেশের মধ্যে এ শীর্ষস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (২২ জানুয়ারি) টিএইচই’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। 

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্যাল সায়েন্স বিষয়ে প্রথম স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে ৬০১ থেকে ৮০০তম স্থান অর্জন করেছে যবিপ্রবি। র‍্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০১ থেকে ৮০০ এর মধ্যে থাকা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে, ফিজিক্যাল সায়েন্স বিষয়ে ৬০১ থেকে ৮০০ অবস্থানের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ পাঁচটি প্রধান ডিসিপ্লিনের উপর ভিত্তি করে দেওয়া হয়। এ বছর ৯৭টি দেশের ১ হাজার ৪৮৮টি প্রতিষ্ঠানের ১৮টি পারফর্মেন্স সূচকের উপরে ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

অপরদিকে, লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, পরিবেশবিদ্যা, পৃথিবী ও সমুদ্রবিজ্ঞান ডিসিপ্লিনের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়।