রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্যের দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি।
এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা হলেন—আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুন।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদেরকে দুদকে তলব করা হয়েছে। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে ওই শিক্ষকদেরকে ডাকা হয়েছে।
দুদকে তলব করা শিক্ষকরা হলেন—এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, গাজী তৌহিদুর রহমান, আব্দুল মজিদ এবং আব্দুল লতিফ।