ক্যাম্পাস

১ হাজার ৫৬৪ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে নোবিপ্রবি

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৪টি। এর মধ্যে সাধারণ আসন ১ হাজার ৫০০টি এবং কোটার মাধ্যমে ৬৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন ৯১৩টি, ‘বি’ ইউনিটে ৪৭৫টি ও ‘সি’ ইউনিটে ১৭৬টি আসন রয়েছে। ‘এ’ ইউনিটে  সাধারণ আসন ৮৭৫ টি ও কোটায় আসন ৩৮ টি, ‘বি’ ইউনিটে সাধারণ আসন ৪৫৫টি এবং কোটায় আসন ২০টি। এছাড়া ‘সি’ ইউনিটে সাধারণ আসন ১৭০টি ও কোটায় আসন ছয়টি।

আটটি অনুষদ ও দুইটি ইন্সটিটিউটের অধীনে মোট ৩৩টি বিভাগে এ বছর ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ২০১টি, বিজ্ঞান অনুষদে ২৭০টি, জীববিজ্ঞান অনুষদে ৪০০টি, আইআইটি ইনস্টিটিউটে ৪২টি, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদে ২৯০টি, শিক্ষা বিজ্ঞান অনুষদে ৮৫টি, আইন অনুষদে ৫৩টি, আইআইএস ইনস্টিটিউটে ৪৭টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১৭৬টি আসন রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে। ভর্তি বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।