ক্যাম্পাস

গাছ কেটে ভবন নির্মাণের ব্যাখ্যা দিল জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের স্থান ও মাস্টারপ্ল্যান নিয়ে বিতর্কের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।  

রবিবার (২০ এপ্রিল) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের নতুন ভবনের জন্য পূর্বে নির্ধারিত স্থানটি টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (টিএমসি) পরিদর্শন করে বাতিলের সুপারিশ করে। পরবর্তীতে তিনটি বিকল্প স্থান (গণিত ভবন সংলগ্ন এলাকা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উত্তর পার্শ্ব, এবং পদার্থ বিজ্ঞান ভবনের পশ্চিম পাশ ও লেকচার থিয়েটারের দক্ষিণ পার্শ্ব) মূল্যায়ন করা হয়।

বায়োডাইভার্সিটি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের ভিত্তিতে টিএমসি এবং উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞদের জরিপে পদার্থ বিজ্ঞান ভবনের পশ্চিম পাশ ও লেকচার থিয়েটার সংলগ্ন স্থানটিকে সর্বনিম্ন পরিবেশগত প্রভাবযুক্ত হিসেবে চূড়ান্ত করা হয়। এখানে প্রজাতির বৈচিত্র্য সূচক (পিএসডিআই) অন্যান্য স্থানের তুলনায় কম। এজন্য ভবন নির্মাণে বাস্তুতন্ত্রের ক্ষতি অপেক্ষাকৃত কম হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংশোধিত পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ জন্য ৪ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা বরাদ্দ চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাস্টারপ্ল্যান কমিটির চার সদস্য টিএমসিতে থাকায় ভবনের ডিজাইন ও অবস্থান ক্যাম্পাসের প্রকৃতি-সংরক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।  

বিজ্ঞপ্তিতে জাবি প্রশাসন বলছে, যেকোনো যৌক্তিক ও বাস্তবসম্মত মতামতকে আমরা স্বাগত জানাই। নতুন ভবনের স্থান বা নকশা সংক্রান্ত সুপারিশ থাকলে তা বিবেচনা করা হবে।