ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তিনি বলেছন, “প্রযুক্তি ও জ্ঞাননির্ভরতার যুগে নিজের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব। হাতে-কলমে শেখার অনন্য পথ হলো প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ম, সময় এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
বুধবার (২৩ এপ্রিল) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অডিটিং অ্যান্ড টেক্সেশান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, “সঠিক প্রশিক্ষণ একজন ব্যক্তিকে শুধু দক্ষই করে না, বরং তার দৃষ্টিভঙ্গিও প্রসারিত করে। তাই পেশাদারিত্বের জায়গা থেকে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের বিকল্প নেই।”
আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী। ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সিকৃবির বিভিন্ন অনুষদ ও দপ্তরের অন্তত ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর ব্যবস্থাপনা ও অডিট সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।