রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোশিয়েশন (রুয়া) ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সময় মতো নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জোহা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে তারা ‘সিন্ডিকেট না রাকসু? রাকসু রাকসু’, ‘সিন্ডিকেট না রুয়া? রুয়া রুয়া’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘সিলেকশন না ইলেকশন? ইলেকশন ইলেকশন’, ‘অ্যাকশান টু অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দেন তারা।
সমাবেশ শিক্ষার্থীরা বলেন, রুয়া নির্বাচন সঠিক সময়েই করতে হবে। এটা নিয়ে কোনো তালবাহানা আমরা করতে দেব না। যে কুচক্রী মহল রুয়া বানচাল করতে চাচ্ছে তাদের শাস্তির আওতায় আনা হোক। কোনো ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আমাদের রক্তের উপর দিয়ে হলেও রুয়া এবং রাকসু নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা, সালাউদ্দিন আম্মারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।