বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
শনিবার (৩ মে) দুপুর ১২টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক বলেন, “সাংবাদিকরা মুক্তভাবে কথা বলবে, লিখবে, প্রকাশ করবে—এটাই হচ্ছে গণমাধ্যমের মূলনীতি। সারা বিশ্বে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে আছে। এটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। আমরা আশা করব, গণমাধ্যমকে মুক্ত রেখে আস্তে আস্তে স্বাধীন করে হস্তক্ষেপ বন্ধ করা হবে। সেখান থেকে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মুক্ত রেখে গণমাধ্যমের আরো অগ্রগতি হবে।”
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, “বিশ্বে এখনো গণমাধ্যমকর্মীরা স্বাধীনতা পায় না। শুধু বাংলাদেশে নয়, এটি অনেক দেশেরই বাস্তবতা। সাংবাদিকদের জন্য বাংলাদেশে যে গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে, এটি যদি শুধু রিপোর্টেই না থেকে বাস্তবায়নও হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যমে রোল মডেল তৈরি হবে।”
বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “সাংবাদিকতায় চাকরির নিশ্চয়তা দিতে পারলে এটি একটি পেশা হিসেবে গড়ে উঠবে। সাংবাদিকতায় অনন্য যে সুযোগ-সুবিধা, তা যদি নিশ্চিত করা যায়, তাহলে এই সাংবাদিকতা পেশা বাংলাদেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে।”