রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো “স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।
এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাসিবুল হাসান তুর্য এবং দ্বিতীয় হন জাহিদ হাসান রানা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রায়ান ইস্তিয়াক এবং যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইস্তিয়াক ও শারমিন জাহান সেতু।
দ্বিতীয় পর্বে ‘শরণার্থী সংকট নিরসন নিয়ে ভাবনা: উত্তর-উপনিবেশবাদ প্রেক্ষিতে রোহিঙ্গাদের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ড. শরিফুল ইসলাম।