ক্যাম্পাস

ইউট্যাবের কুবি ইউনিটের নেতৃত্বে হেলাল-মাহীন 

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিটের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক খলিফা মোহাম্মদ হেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন। 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাবের) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদের মাঝে কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন, যুগ্ম-সম্পাদক সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল বিন আবদুল আজিজ, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, প্রচার সম্পাদক আইসিটি বিভাগের অধ্যাপক মঈনুর রহমান। 

এছাড়াও কমিটিতে পাঁচজন সদস্য রয়েছে। তারা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক এমএম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজান হোসেন সরকার, এআইএস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।