আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন সহযোগী হিসেবে ভূমিকা রাখার অভিযোগ এনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি।
সংগঠনের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, “এই রাজনৈতিক শক্তিগুলোকে জবাবদিহির বাইরে রাখা যায় না। আমরা তাদের নিবন্ধন বাতিল, আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ এবং বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানাচ্ছি। এছাড়া ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছি। অন্যথায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণার পথে এগিয়ে যাব।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এছাড়া আওয়ামী লীগের অনুসারী সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ওপর তথাকথিত ‘ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ’ বন্ধ করা, জুলাই বিপ্লবকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি টেলিভিশনে প্রতিদিন এ সম্পর্কিত প্রামাণ্যচিত্র সম্প্রচার, গত ১৬ বছরে সংঘটিত গণহত্যা ও অন্যান্য অপরাধের দ্রুত বিচার এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিও জানায় জুলাই ঐক্য।
পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংগঠনটি দ্রুত সচিবালয়ের অভ্যন্তরে থাকা কথিত ষড়যন্ত্রকারীদের একটি তালিকা প্রমাণসহ প্রকাশ করবে এবং তালিকাটি প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে জমা দেবে বলে জানিয়েছে।