ক্যাম্পাস

ডাকসুর দাবিতে অনশনরত দুই শিক্ষার্থী হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠন ও দ্রুত রোডম্যাপ দেওয়া, সাম্য হত্যার দ্রুত বিচার, এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি অনশনকারী ৩ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনশনকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে অনশনকারী ২ জনকে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমরা আলোচনা করে অনশনকারীদের এটা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা ডাকসু নিয়ে কাজ করছি।আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কার্যক্রম চালু রেখেছি। কিন্তু ১৩ তারিখ রাতে সাম্য হত্যার ঘটনায় আর আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শনিবার আমাদের মিটিং রয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে মিটিংয়ে ডাকসু ও অন্যান্য দাবি নিয়ে আলোচনা করা হবে।”

তিনি আরো বলেন, “তারা এখনো অনশন ভাঙেনি। একজন গ্ৰায় ৫১ ঘণ্টা ধরে, অন্যজন প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন করার কারণে শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পরে। তাই চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।”