শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পবিত্র আশুরা ও মহররম মাস উপলক্ষে ছাত্রদের জন্য সম্মিলিত সেহরি ও নৈশ ইবাদতের আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৫ জুলাই) রাতে শুরু হওয়া দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রবিবার (৬ জুলাই) ভোর রাতে তারা সম্মিলিত সেহরির আয়োজন করে। সোমবার (৭ জুলাই) আশুরার দ্বিতীয় রোজার সেহরির মাধ্যমে তাদের এ আয়োজন শেষ হবে।
রবিবার ভোর রাতে সেহরির পূর্বে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এরপর নবাব সিরাজউদ্দৌলা হলের ডাইনিংয়ে শুরু হয় সেহরির আয়োজন।
এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করেছে।
শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, “এমন আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং দ্বীনের প্রতি ভালোবাসা বাড়ায়।”
আরেকজন শিক্ষার্থী পারভেজ আহমেদ বলেন, “সারারাত ইবাদত করে একসঙ্গে সেহরি করার অভিজ্ঞতা অসাধারণ। এমন পরিবেশ আমাদের আরো আন্তরিকভাবে দ্বীনের পথে চলতে উৎসাহিত করে।”
বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, “আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ ও ক্ষমার প্রতীক। শিক্ষার্থীরা যেন এই সময়কে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই আয়োজন শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সংহতি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক।”
দীর্ঘ ১৬ বছর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য গণসেহরির আয়োজন করেছে ছাত্রশিবির। ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদের সেহরি করতে নানা অসুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।