রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: সচেতনতা ও সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজলের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
এতে স্বাগত বক্তব্য দেন, সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ঠ সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান।
অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহাদাত হোসেন মণ্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. শাহাব এনাম খান, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাসেম, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী, রাবির বিশিষ্ঠ পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম, ফোকলোর বিশেষজ্ঞ ড. আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যা এবং অশান্তির মূল কারণ হলো সামাজিক ও সাংস্কৃতিক। এর অনেক প্রমাণ আজ এই রুমেই রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক পাহাড়ি ছাত্রছাত্রী রয়েছে। আমাদের উচিত ছিল, এই সেমিনারে তাদের কিছু বলার সুযোগ করে দেওয়া। এখানে তাদের নিয়ে ওপেন ডিসকাশন হওয়া দরকার ছিল, কারণ বিষয়টাই হচ্ছে তাদের নিয়ে। যে উদ্দেশ্য নিয়ে এখানে বসা হয়েছে, সেই উদ্দেশ্যেই সমস্যা রয়েছে। আমরা তো তাদের কথাও শুনতে পারতাম, তাদের পরামর্শ সম্পর্কেও জানতে পারতাম।”
তিনি আরো বলেন, “আমরা যা বলি তাই ঠিক, তারা যা বলে সব ভুল- এই মানসিকতা দিয়ে কখনোই কোনো সমাধানে আসা সম্ভব না। তাই আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। যার যতটুকু স্টেজ, তাকে ততটুকু জায়গা দিতে হবে এবং সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে যেসব অধিকার আমাদের আছে, সেসব অধিকার সব নাগরিকেরই রয়েছে।”