সাতক্ষীরা ল কলেজে আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অবিলম্বে ওই নিয়োগ বাতিলসহ স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে প্রতারণার শিকার আইনজীবীরা।
রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
তারা বলেন, শনিবার (১৯ জুলাই) কলেজের বর্তমান অধ্যক্ষ অ্যাডভোকেট রবিউল ইসলাম খান আর্থিক লেনদেনের মাধ্যমে সাতটি প্রভাষক পদে আওয়ামী লীগের পদধারীদের নিয়োগ দিয়েছেন। নিয়োগ বোর্ড ছিল পাতানো খেলা মাত্র। প্রশ্নপত্র ফাঁস করে পূর্ব নির্ধারিত প্রার্থীদেরই নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়া কলেজ ফান্ডের ১ কোটি টাকা আত্মসাত করেছেন তিনি।
এ সময় তারা শনিবারের (১৯ জুলাই) পাতানো নিয়োগ বাতিল, নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ শাহরিয়ার হাসিব, ফিরোজ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, নজরুল ইসলাম, তাছলিমা খাতুন প্রমুখ আইনজীবী।