ক্যাম্পাস

একটি গাছ কাটলে ১০টি গাছ লাগান: নোবিপ্রবি উপাচার্য

একটি গাছ কাটতে হলে তার পরিবর্তে ১০টি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) চ্যানেল আইয়ের উদ্যোগে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর নোয়াখালী জেলা শাখার আয়োজনে নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উপাচার্য বলেন, “গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই উন্নয়ন কাজের প্রয়োজনে একটি গাছ কাটতে হলে তার বদলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে। তখনই পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগাতে হবে। নোবিপ্রবির পক্ষ থেকেও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় আরো ১ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা করা হয়েছে।”

এ কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, স্টেট অ্যান্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ শ ম শরিফুর রহমান প্রমুখ।