আগামী দুই কার্যদিবসের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা না করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটডাউন এবং আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছে শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টায় চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন পরিষেদের চবি শাখার সভাপতি তামজিদ উদ্দিন।
তামজিদ উদ্দিন বলেন, “সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন সান্ধ্যকালীন আইন জারি করে শিক্ষার্থীদের ভিন্ন দিকে মোড় ঘুরানোর চেষ্টা করছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা না করা হলে আমরা আমরণ অনশনে বসব এবং ক্যাম্পাস শাটডাউনে যাব। চাকসুতে ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা একক প্যানেল দেব। সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে।”
তিনি বলেন, “চাকসু না হওয়ার পেছনে প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা দেখা গেছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধারণ করতে পারেনি। ঘটা করে অনলাইন ব্যাংকিং সেবা চালু করলেও কার্যত তা অচল হয়ে আছে। হলগুলোতে নিম্নমানের খাবার, রয়ে গেছে পূর্বের সিন্ডিকেট। শাটল ট্রেনের সংস্কারও করা হয়নি, বরং শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। অনলাইনে সনদ নেওয়ার কথা জানালেও আজ পর্যন্ত কেউ সে সুবিধা পায়নি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম-সদস্য সচিব মো. সবুজ, মারুফ খান, দিদার মাহমুদ, কার্যকরী সদস্য মেহেদী হাসান, রায়হান আব্দুল্লাহসহ প্রমুখ।