ক্যাম্পাস

খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা–২০২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের দলসমূহ অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ রাখতে সহায়ক। ফুটবল আমাদের জাতীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতীক। তবে খেলায় অংশগ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখা ও রেফারির সিদ্ধান্তকে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া আমাদেরই শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। আশা করি, প্রতিটি খেলা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার চেতনার পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধও জাগ্রত করবে।”

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলামের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলা ডিসিপ্লিনের হিমেল এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মামুন।