ক্যাম্পাস

যবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস সোমবার (১১ আগস্ট) থেকে শুরু হবে।

রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত  শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল সোমবার (১১ আগস্ট) শুরু হবে। একইসঙ্গে সোমবার (১১ আগস্ট) বিভাগীয় ওরিয়েন্টেশন স্ব-স্ব বিভাগে অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৩ আগস্ট সব বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির মেধা তালিকায় মোট ৯৪০টি আসনের মধ্যে ৯২১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনো ১৯টি সিট ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।