ক্যাম্পাস

রংপুরে ইউজিসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন করছেন ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। এ নিয়ে নীরব ভুমিকায় প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গায়েবানা জানাজা করছে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় বেরোবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে আবু সাঈদ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।‎

জানাজায় শিক্ষার্থী ইমরান ইমতি বলেন, “আমরা বেরোবি শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়েছি। তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমাদের অনেক ভাই অসুস্থ হওয়ার পরেও কেউ এখনো কোনো প্রদক্ষেপ নেয়নি। তাই আমরা ইউজিসির প্রতীকী জানাজা আয়োজন করেছি।”

শিক্ষার্থী ‎শাহ ফকির বলেন, “আবু সাঈদের রক্ত এখনো শুকায়নি। যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের দিক পরিবর্তন করে দিয়েছে। গতকাল থেকে আমরা দেখছি উপাচার্য খাওয়া দাওয়া করছেন না, এটা তার কাজ না। তার উচিত ঢাকায় যাওয়া। শিক্ষার্থীদের দাবির ব্যাপারে কতটুকু ব্যাখ্যা আনা যায়, তা নিয়ে কাজ করবেন।”