ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: এজিএস পদে স্বতন্ত্র হিসেবে লড়বেন বাগছাসের মুখ্য সংগঠক

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এরপর সদ্য বিবাহিত তাহমিদ স্ত্রী নাফিসা ইসলাম সাকাফিকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

বাগছাসের প্যানেল থেকে এজিএস পদে আলোচনায় ছিলেন তিনি। তবে শেষমেষ আশরেফা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে এই পদে।

সংবাদ সম্মেলনে তাহমিদ বলেন, “ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্যানেল দেওয়া হচ্ছে। তবে যারা মনে করছেন, প্যানেলের বাইরে থেকেও নির্বাচনে জেতার সক্ষমতা আছে, তারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।