কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিলে যৌক্তিক সময় ঘোষণা করা না হলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এক বিবৃতিতে পশু পালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।
বিবৃতিতে তারা বলেন, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সাইন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি’ জয় লাভ করেছে।
এ অবস্থায় আর কালক্ষেপণ না করে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে যদি কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য জরুরি একাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সুচি ঘোষণা করা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট। গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। এটি শুধু একটি একাডেমিক সিদ্ধান্ত নয়, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং পেশাগত স্বপ্নের সঙ্গে জড়িত।”
তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আর কোনো বিলম্ব না করে অবিলম্বে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সরকারি ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে দেওয়ার জায়গা নয়; বরং স্বপ্ন পূরণের জায়গা।”
তিনি আরো বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ঘোষণা না এলে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবো। এর সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।”