ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মেট্রো স্টেশন বন্ধসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাবি প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি বলেন, “নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ঠেকাতে নির্বাচনের আগের দিন ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ৯ সেপ্টেম্বর সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। যাতে করে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে।”
এছাড়াও, ভোটের দিন শুধু বৈধ ভোটার ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ওইদিন নির্দিষ্ট কার্ডধারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানান তিনি।
এদিকে, আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।