ক্যাম্পাস

চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। 

এ সময় চাকসু নির্বাচন কমিশনারের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। 

এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। একই দিনে হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিতে পারব।”

তিনি বলেন, “আমরা বহু চেষ্টা করেও সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে অনেক শিক্ষার্থী বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এজন্য সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। আগামী ১২ অক্টোবর আমাদের বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”