তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে ঢাকা-মোহনগঞ্জ- ঢাকাগামী একটি ট্রেন আটকে দেন তারা। পরে সাড়ে ১২টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের তিন দাবি হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এছাড়া, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না। আর এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।