ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এ ব্যাপারে ডাকসু নির্বাচনে ছাত্রদলের আইন ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ জানানোর পর সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থিত প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
আবিদুল অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের সংবর্ধনার নামে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি, জিএস, এজিএস প্রার্থীসহ অন্য সদস্যরা খাবার ও উপঢৌকন দিয়ে ভোট চাইছেন।
ঢাবির ফেসবুক গ্রুপ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১ ও শিক্ষার্থী সংসদ ২ গ্রুপকে কেন্দ্র করে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। আজ আবারো জানালাম যে এই গ্রুপগুলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ করছে। অথচ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
আবিদুল দাবি করেন, ছাত্রশিবির প্যানেলের এক প্রার্থী ক্লাসরুমে গিয়ে ভোট চেয়েছেন।
তিনি বলেন, “এভাবে বারবার আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে।
এছাড়া ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত টানা ছয় দিনের ছুটি (শুক্র ও শনিবারের সরকারি ছুটিসহ) অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দানে নিরুৎসাহিত করার শামিল বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।