ক্যাম্পাস

ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনের জন্য ঢাবি প্রক্টর তিন সদস্য বিশিষ্ট একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করেন।

এছাড়াও কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমাদানের জন্য নিদের্শনা দেওয়া হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন- সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, শেহরীন আমিন ভূঁইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।