ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী যৌথভাবে এ ইশতেহার পাঠ করেন।

‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’ শিরোনামে ঘোষিত এ ইশতেহারে শিক্ষা, গবেষণা, আবাসন, নারী নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন, সংস্কৃতি ও পরিবেশ– মোট আটটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলা, গেস্টরুম সংস্কৃতি ও সন্ত্রাস-র‍্যাগিং নির্মূল, প্রথম দিন থেকেই আবাসন নিশ্চিতকরণ, নারীদের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা, চিকিৎসা কেন্দ্রকে আধুনিক হাসপাতালে রূপান্তর, বাসে জিপিএস ট্র্যাকারসহ পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেক, উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহার ঘোষণা শেষে ছাত্রদল প্যানেলের সদস্যরা বলেন, আমরা শুধু প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিতে আসিনি। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গনে রূপান্তর করতে চাই।

আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন।