ক্যাম্পাস

‎ বেরোবি শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে গেল পিকআপ

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলাম (রাকা) পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার ‎(৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে এর প্রতিবাদে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ (ট্রাক) উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয় এবং তার পায়ের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর তাকে দ্রুত প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

‎মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। এছাড়াও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বেরোবি শিক্ষার্থী ‎জান্নাতুল ফেরদৌস বলেন, “বিশ্ববিদ্যালয় সামনেই যদি নিরাপত্তা না পাই, নিরাপত্তা কোথায় পাব। আমরা তো আর ঘর থেকে বের হতে পারব না। তাই আমরা নিরাপদ সড়ক চাই।”

এ সময় শিক্ষার্থীরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সড়কে স্পিড ব্রেকার, ট্রাফিক বক্স ব্যবস্থা নিশ্চিত করা, স্পীড লিমিট ১০ করা, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনা তদন্ত করা, ফুট ওভার ব্রিজ নির্মাণ করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ঘটনায় জড়িত ব্যাক্তির শাস্তি নিশ্চিত করা।

‎পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাতদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।