ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে ব্যাপকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ক্যাম্পাসের প্রবশেপথগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখ নীলক্ষেত পলাশী, হাইকোর্ট মোড়, চানখারপুল, শাহবাগ, দোয়েল চত্বরসহ সবগুলোতেই আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি। বেশকিছু জায়গায় জলকামান, প্রিজন ভ্যান এবং এপিসি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল তুলনামূলক কম। প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় প্রার্থীদেরও খুব একটা দেখা যায়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রফিকুল ইসলাম বলেন, “আজ থেকে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। বিশেষ কোনো প্রয়োজনে তারা ভারী প্রস্তুতি নিয়ে অবস্থান করতে পারেন। তবে যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছেন বলে আমাদের জানিয়েছেন।”
অন্যদিকে, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের বৈধ (লাইসেন্সধারী) অস্ত্র প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কেউ তার বৈধ/লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার মধ্যে বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন।
সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। এবারের নির্বাচনে আটটি ভোটকেন্দ্রে ৮১০টি বুথ থাকবে।