ক্যাম্পাস

‘জামায়াতের প্রতিষ্ঠানে ছাপানো ব্যালটে হচ্ছে জাকসু নির্বাচন’

জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে জাকসু নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

এসময় প্যানেলটির জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ও এজিএস প্রার্থী সাজ্জাদউল ইসলামও উপস্থিত ছিলেন।

সাদী অভিযোগ করে বলেন, “ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে জয়ী করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই জামায়াতে ইসলামীর এক অখ্যাত প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয় এবং ভোট গণনার ওএমআর মেশিন কেনা হয়। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে প্রশাসন মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে একই প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রশিবির এই প্রতিষ্ঠান থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে জয়ী হওয়ার নীলনকশা করছে।”

ক্যাম্পাসের আশপাশে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ জানানো হয়। এমন পরিস্থিতি থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অনুৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ছাত্রদল।