ক্যাম্পাস

জাকসু নির্বাচন: মেয়েদের ১০ কেন্দ্রে কত ভোট পড়ল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ২১টি ভোটকেন্দ্রের মধ্যে মেয়েদের কেন্দ্রগুলোর কাস্টিং ভোটের প্রাথমিক তথ্য এসেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে। এরপর ব্যালট বাক্স সিলগালা করে নেওয়া হয়েছে সিনেট ভবনে সেখানে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২১টি আবাসিক হল। এর মধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। জাকসু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে প্রতিটি হলকে কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে একাধিক বুধ স্থাপন করে ভোটগ্রহণ করা হয়েছে।

জাকসুর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী একনজরে দেখে নেওয়া যাক, মেয়েদের ১০টি হলের কোনটিতে কত ভোট পড়েছে।

নওয়াব ফয়জুন্নেসা হলে মোট ভোটার ২৮০, কাস্ট হয়েছে ১৩৭ ভোট। ভোট পড়েছে ৪৮ শতাংশ।

বেগম খালেদা জিয়া হলে মোট ভোটার ৪০৯, কাস্ট হয়েছে ২৪৯ ভোট। ভোট পড়েছে ৬০ শতাংশ।

১৩ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫১৯, কাস্ট হয়েছে ২৯২ ভোট। ভোট পড়েছে ৫৬ শতাংশ।

বেগম সুফিয়া কামাল হলে মোট ভোটার ৪৫৬, কাস্ট হয়েছে ২৪৬ ভোট। ভোট পড়েছে ৫৩ শতাংশ।

জাহানারা ইমামন হলে মোট ভোটার ৩৬৭, কাস্ট হয়েছে ২৪৭। ভোট পড়েছে ৬০ শতাংশ।

প্রীতিলতা হলে মোট ভোটার ৩৯৬, কাস্ট হয়েছে ২৫০, ভোট পড়েছে ৬৩ শতাংশ।

১৫ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫৭১, কাস্ট হয়েছে ৩৫০, ভোট পড়েছে ৬১ শতাংশ।

রোকেয়া হলে মোট ভোটার ৯৫৫, কাস্ট হয়েছে ৬৭৫টি। ভোট পড়েছে ৭০ শতাংশ।

ফজিলাতুন্নেছা হলে মোট ভোটার ৮০৩, কাস্ট হয়েছে ৪৮৯, ভোট পড়েছে ৬০ শতাংশ।

তারামন বিবি হলে মোট ভোট ৯৮৫, কাস্ট হয়েছে ৫৯৫, ভোট পড়েছে ৫৭ শতাংশ।

মেয়ের ১০টি হলে ভোট হার প্রায় ৬০ শতাংশের মতো। ভোট গণনার প্রক্রিয়া চলছে।