ক্যাম্পাস

জাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে মাজহারুল এই অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে ওই প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাজহারুল বলেন, “সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। আমরা ভোটের আগের দিন থেকে প্রশাসনকে বিভিন্নভাবে বলে আসছিলাম যে কোন জায়গাগুলোতে ... ষড়যন্ত্র হচ্ছে, সেগুলোর স্বচ্ছতা আপনারা নিশ্চিত করেন।” 

তিনি বলেন, “আমরা একটি ফেয়ার নির্বাচন চাই, শিক্ষার্থীরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আপনারা ফেয়ার নির্বাচন করেন।”

সংবাদ সম্মেলনে মাজহারুল নির্বাচনে নানা ধরনের অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন।