ক্যাম্পাস

জাকসু নির্বাচন: নজরুল-রবীন্দ্রনাথ হলে ভোট গণনা বাকি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখন গণনা চলছে বাকি দুটি হলের। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ কথা জানান।

জাকসু নির্বাচন কমিশনের এই সদস্য বলেন, “এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোট গণনা চলছে।” 

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের সামনে বলেন, “শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারব বলে আশা করছি।” 

জাকসু ও হল সংসদে ২১টি ভোটকেন্দ্রে ছাত্র-ছাত্রী মিলে এবার মোট ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচন কমিশন কার্যালয় সূত্র বলছে, মোট ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮ হাজার ২৬ জন, শতাংশের হিসাবে যা ৬৮ দশমিক ২৫।