কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আইকিউএসি আয়োজিত ‘ইফেকটিভ ইউজ অব এআই টুল্স ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী সেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আদিম যুগে মানুষ পাথর ঘষে আগুন জ্বালাত, সেটিও ছিল প্রযুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তি বিকশিত হতে হতে আজ আমরা অত্যাধুনিক যুগে পৌঁছিয়েছি। অনেক প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহৃত হলেও কিছু ক্ষেত্রে অপব্যবহারও হয়েছে।”
তিনি আরো বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে পারলে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো সমৃদ্ধ ও কার্যকর হবে।”
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।