ক্যাম্পাস

চাকসু: হল ও হোস্টেল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২৪ প্রার্থী জয়ী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এর মধ্যে তিনজন পুরুষ এবং ২১ জন নারী প্রার্থী রয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চাকসু এবং হল ও হোস্টেল সংসদের প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ছেলেদের একমাত্র শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

অন্যদিকে, মেয়েদের বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নওয়াব ফয়জুন্নেসা হলে সহ-সভাপতি (ভিপি) পদে পারমিতা চাকমা; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দফতর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে খিং খিং ছেন; সমাজসেবা, গবেষণা ও আইসিটি সম্পাদক পদে মোনালিসা চাকমা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

প্রীতিলতা হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুম মুনিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

শামসুন্নাহার হলে দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে নিশাদ জান্নাত; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে ইফফাত আরা জুই; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এছাড়া, একমাত্র মাস্টার দ্য সূর্যসেন হোস্টেল সংসদে দুজন নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন। তারা হলেন মাহমুদুল হাসান মিনহাজ ও মো. আবু বকর সিদ্দিক।

আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ দিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।