ক্যাম্পাস

চাকসু: ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রীসংস্থার নানা অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, অযাচিত হস্তক্ষেপসহ শাখা ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে শাখা ইসলামী ছাত্রীসংস্থা। একইসঙ্গে নারীবান্ধব ক্যাম্পাস গঠনে সাত দফা ইশতেহার ঘোষণা করেছে সংগঠনটি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও ইশতেহার তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা বলেন, “শাখা ছাত্রদল রবিবার (৫ অক্টোবর) আমাদের ও এক হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমরা সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের ইশতেহার প্রকাশ করতে এখানে এসেছি।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী শেখ সাদিয়া আচরণবিধি ভঙ্গ করে বাদামি রঙের লিফলেট ছাপালেও নির্বাচন কমিশন তা উপেক্ষা করেছে। এছাড়া হলটিতে ছাত্রীসংস্থা সমর্থিত অদম্য শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ফাইরোজ ফেরদৌসের ফেসবুক আইডি হ্যাক করা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাসমিনকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী আয়েশা আক্তারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

তাদের নারীবান্ধব ক্যাম্পাস গঠনে সাত দফা ইশতেহারগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি হলে নিপীড়নবিরোধী মনিটর সেল গঠন; অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু;  দ্রুত জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা; আইনি সহায়তা ও কাউন্সেলিং ডেস্ক স্থাপন; সচেতনতা ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি; সহপাঠী সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা; বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে নারী হয়রানি ও সাইবার বুলিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংযোজন।

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত চাকসু নির্বাচন। চাকসু ও হল সংসদের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।