ক্যাম্পাস

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের বিজয়ীরা আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপথ নেবেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নম্বর কক্ষে দুপুর আড়াইটায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৭ বছর পর গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হন।

১১টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।

গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন হয় ২০১৩ সালে, সর্বশেষ হয় ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতার কারণে ওই সংসদ পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি।

পরে ২০২০ সালের ডিসেম্বরে সংসদটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর এবার বিশ্ববিদ্যালয়ে গঠিত হচ্ছে গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ।