ক্যাম্পাস

ঢাবিতে উচ্ছেদ অভিযান নিয়ে উমামার কঠোর সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদেরর কঠোর সমালোচনা করেছেন উমামা ফাতেমা।

উমামা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক।

রবিবার (২৬ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ সমালোচনা করেন। ওই পোস্টে ঢাবির সিএসই বিভাগের শিক্ষার্থী আবির হাসান নামে এক শিক্ষার্থীর শেয়ার কর ভিডিও যুক্ত করেন।

পোস্টে উমামা ফাতেমা বলেন, “ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্তু সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করা উচিত।”

তিনি বলেন, “রাস্তাঘাটে মানুষকে মারধর করে তো লাভ নাই, জীবন-জীবিকার প্রয়োজনে তারা মারধরে অভ্যস্ত।”

পোস্টে নাগরিক অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে? বাকিদের কোনো নাগরিক অধিকার নাই? এই ধরনের জমিদারি মানসিকতাই তো ফ্যাসিবাদ।”

তার এই পোস্টটিতে প্রায় আড়াই হাজার অনুসারি রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন। তবে পোস্টে মন্তব্যের সুযোগ রাখেননি উমামা। 

এর আগে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত চারদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টিএসসি মেট্রোরেল স্টেশন এলাকা থেকে শুরু করে চারুকলা অনুষদ পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চলে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন, মেট্রোরেল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন ফিউচার’ এর সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় বামপন্থীদের নেতৃত্বে হকার এবং ডাকসু নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন।