ক্যাম্পাস

রাবি উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত, শাটডাউন বহাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীবের আশ্বাসে অনশন ভেঙেছেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থী।

রবিবার (২৬ অক্টোবর) তারা বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন।

টানা ২৬ ঘণ্টা ধরে অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়লে সোমবার (২৭ অক্টোবর) বিকালে সাড়ে ৪টায় উপাচার্য এসে তাদের আশ্বস্ত করেন। তবে অনশন ভাঙলেও শাটডাউন চলবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম অপি বলেন, “উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি সময় চেয়ে বলেছেন, এটা একটা প্রসেসের ব্যাপার, এখানে টেকনিক্যাল কিছু ইস্যু আছে। স্যারের অনুরোধে আমরা আজ অনশন ভেঙেছি। তবে আমাদের শাটডাউন চলবে। আমরা কেউ ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করব না।”

তিনি আরো বলেন, “উপাচার্য স্যার আগামী দুইদিন চট্রগ্রাম থাকবেন, তিনি সেখান থেকে এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আমরা সে পর্যন্ত শাটডাউন চালিয়ে যাব।”

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হকের পদত্যাগের দাবি নিয়ে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনো আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশন শুরু করেন।