ক্যাম্পাস

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঢাবি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ পরপর বিকট শব্দে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। টিএসসির রাস্তায় ককটেল বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “আমার ধারণা, ককটেলগুলো দুষ্কৃতিকারীরা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে মেরেছে। পুলিশ সেখানে উপস্থিত আছে। আমি বিস্তারিত খোঁজ নিচ্ছি।”

ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে ডাকসুর ব্যানারে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘হৈ হৈ রৈ রৈ, কুত্তালীগ গেলি কই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।