জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দুইদিনে ৩৫টি ফরম বিক্রি হয়েছে। তবে ছাত্রী হল সংসদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
রবিবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
নির্বাচন কমিশনার জানান, প্রথম দিনে চারটি এবং দ্বিতীয় দিনে ৩১টিসহ মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ছাত্রী হল থেকে এখনো পর্যন্ত কোনো নারী শিক্ষার্থী হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, “এখন পর্যন্ত কেউ মনোনয়ন নেয়নি। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় আছে। সম্ভবত কালই সবাই ফরম নেবে।”
হল সূত্রে জানা যায়, জবির একমাত্র ছাত্রী হলে ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন। ছাত্রী হলে ছাত্রদল, ছাত্রী সংস্থা ও ডিবেটিং সোসাইটির প্যানেল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তফসিল অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ সাজিদ ভবনের নিচতলায় এবং পরিবহন অফিসের পাশে অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র পাওয়া যাবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনী আচরণবিধিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হযেছে। পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
এবারের জকসু মনোনয়নপত্রের মূল্য ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।