সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪টি হল- শহীদ মশিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘‘খেলাধুলার আয়োজনে শুধু খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না। এখানে বন্ধুত্ব হয়, পরস্পরের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়; পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইব, আমার সকল শিক্ষার্থী আগ্রহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’